1. tarekahmed884@gmail.com : adminsonali :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

ঈদ উৎসব যেন স্বাস্থ্যবিধি পালনের কথা ভুলিয়ে না দেয়: কাদের

  • Update Time : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৫৮৪ Time View

দৈনিক মৌলভীবাজার সোনালী কণ্ঠ নিউজ ডট কম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঈদের উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়। উচ্ছ্বাস যেন উদাসীন করে না তোলে। উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ বুধবার সকালে তাঁর সরকারি বাসভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ভুলে গেলে চলবে না, প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধকল্পে আমাদের লড়াই চলমান। তাই মনে রাখতে হবে, উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়। উচ্ছ্বাস যেন ভয়াবহ উদাসীন করে না তোলে। উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়।’

অদৃশ্য শত্রু করোনায় বদলে দেওয়া দৃশ্যপটের কঠিন বাস্তবতায় ঈদ উদ্‌যাপনের এই সময়ে দেশের জনগণ ও দলের নেতা-কর্মীদের আওয়ামী লীগের পক্ষে ঈদের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আসুন আমরা সর্বোচ্চ সতর্কতায় ঈদ উদ্‌যাপন করি। সর্বোচ্চ সচেতনতায় স্বাস্থ্যবিধি মেনে চলি।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘জীবনবোধের ডালপালা সাজে উৎসবের বর্ণিলতায় করোনা বদলে দিয়েছে আমাদের চিরচেনা জগৎ। তবুও জীবন এগিয়ে যায় জাগতিক নিয়মে।’

সেতুমন্ত্রী বলেন, ‘পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিই। পৌঁছে দিই প্রাণ থেকে প্রাণে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা দাঁড়াই অসহায় মানুষের পাশে।’

সবাইকে শতভাগ মাস্ক পরিধানসহ একে অপরের প্রতি সর্বোচ্চ সহমর্মী হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনার এই মহামারিতে ঈদ উদ্‌যাপনের বর্ণিলতায় ঘটেছে ছন্দপতন। তবু জীবনের অনিবার্য প্রয়োজনেই আমরা গ্রহণ করি সংকট উত্তরণের চ্যালেঞ্জ। আমাদের এ চ্যালেঞ্জ উত্তরণের অসীম সাহসের দীপশিখা ও দুর্যোগের ঘোর অমানিশায় আস্থার আলোকবর্তিকা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সবার অব্যাহত সহযোগিতা ও স্রষ্টার অসীম কৃপায় শেখ হাসিনার নেতৃত্বে এই আঁধার কাটিয়ে আশার আলোকিত ভোরে নোঙর করব, ইনশা আল্লাহ। আমরা ফিরে পাব চিরচেনা জগৎ। ফুলের সৌরভ ছড়ানো সকাল। পাখপাখালির কলকাকলিমুখর দিবস, আর জ্যোৎস্নালোকিত রজনী।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, অনেকেই আজ অসহায়, কর্মহীন, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগর। তাই দলমত-নির্বিশেষে অসহায় মানুষ, প্রতিবেশী ও পিছিয়ে পড়া স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান জানান তিনি।

মহামারিকালে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যাঁরা করোনাপীড়িতদের সেবা করছেন, সেই সম্মুখযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ‘একা সুখী হওয়া বা ভালো থাকার মধ্যে কৃতিত্ব নেই।’

 

বিজ্ঞাপন                                                          বিজ্ঞাপন                                                       বিজ্ঞাপন

পবিত্র ঈদুল  আযহা   উপলক্ষে জানাই সকলকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আমাদের প্রতিষ্টান এবং ব্যক্তির পক্ষ থেকে রইল অবিরাম ভালোবাসা ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক  ঈদ মোবারক

Open photoOpen photo

বিজ্ঞাপন                                                          বিজ্ঞাপন                                                       বিজ্ঞাপন

পবিত্র ঈদুল  আযহা   উপলক্ষে জানাই সকলকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আমাদের প্রতিষ্টান এবং ব্যক্তির পক্ষ থেকে রইল অবিরাম ভালোবাসা ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক  ঈদ মোবারক

Open photoOpen photo

বিজ্ঞাপন                                                          বিজ্ঞাপন                                                       বিজ্ঞাপন

পবিত্র ঈদুল  আযহা   উপলক্ষে জানাই সকলকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আমাদের প্রতিষ্টান এবং ব্যক্তির পক্ষ থেকে রইল অবিরাম ভালোবাসা ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক  ঈদ মোবারক

Open photoOpen photo

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 SonaliKantha
Theme Customized By BreakingNews