হাঁটুর চোট থেকে সম্পূর্ণ সুস্থ হতে তামিমের ৬ থেকে ৮ সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসন করতে হবে। চোটের কারণে আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে তামিমকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগস্টের শেষেই আরেকটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বড় দুটি সিরিজে তামিম থাকবেন বিশ্রামে।
চোটের কারণে জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে খেলতে পারেননি তামিম। তবে ঝুঁকি নিয়ে খেলেছেন ওয়ানডে
সুপার লিগের তিনটি ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ধবলধোলাই করে সুপার লিগের ৩০ পয়েন্ট নিশ্চিত করেছে তামিমের বাংলাদেশ দল।
আগামী দুই মাসে ওয়ানডে সুপার লিগের কোনো ম্যাচ নেই। আবার সেপ্টেম্বর-অক্টোবরের বাংলাদেশ দলের ইংল্যান্ড সফরে তিনটি সুপার লিগের ম্যাচ খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরবেন ওয়ানডে অধিনায়ক।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জানাই সকলকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আমাদের প্রতিষ্টান এবং ব্যক্তির পক্ষ থেকে রইল অবিরাম ভালোবাসা ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক


Leave a Reply