দৈনিক মৌলভীবাজার সোনালী কণ্ঠ নিউজ ডট কম
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেলেন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। একই সময়ে তথা এই ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৩ জন।
আগস্ট মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। দ্বিতীয় সপ্তাহে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমতির দিকে থাকলেও তৃতীয় সপ্তাহে এসে আবার ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে গত মঙ্গলবার এক দিনে সর্বোচ্চ ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে আজ সকাল ৮টা পর্যন্ত দেশে ৬ হাজার ৯৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছে ৫ হাজার ৭৩৩ জন। এ মাসে মৃত্যু হয়েছে ১৮ জনের।
রাজধানীর সরকারি হাসপাতালগুলোর মধ্যে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ও শ্যামলীতে শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি ভর্তি হচ্ছে। এই দুটি হাসপাতালের মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে নতুন করে ৬০ জন ভর্তি হয়েছে। আর ঢাকা শিশু হাসপাতালে ২৩ শিশুকে ভর্তি করা হয়েছে।
এর বাইরে বেসরকারি হাসপাতালে মধ্যে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ও ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। গত দুই দিনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে নতুন করে ৩৭ জন রোগী ভর্তি হয়েছে। আর সেন্ট্রাল হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৪ জন।
বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন
বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন
বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন
Leave a Reply