দৈনিক মৌলভীবাজার সোনালী কণ্ঠ নিউজ ডট কম
তিন দিন ধরে মৌলভীবাজারে একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছিল। তবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা এক লাফে বেড়ে গেছে। বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা ও শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা যায়।
গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত জেলায় ১৩১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের ৩ দশমিক ৮। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে শ্রীমঙ্গলে দুজন এবং সদর উপজেলা, কুলাউড়া ও কমলগঞ্জে একজন করে আছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১৩১। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ২৭২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩ জন ভর্তি হয়েছেন, সুস্থ হয়েছেন ১৬ জন। জেলায় বর্তমানে সংক্রমিত রোগীর সংখ্যা ৮৫৯।
এদিকে গত তিন দিনের তুলনায় আজ করোনার নমুনা পরীক্ষা, শনাক্ত ও শনাক্তের হার বেড়েছে। গতকাল ৫৫ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ১ দশমিক ৮। এর আগের দিন ৫৩ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ১ দশমিক ৯। গত শনিবার ৪৫ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়। ওই দিন শনাক্তের হার ছিল ২ দশমিক ২।
বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন
বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন
বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন
Leave a Reply