1. tarekahmed884@gmail.com : adminsonali :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
Title :
১৫ বছর বয়সী পেসার হাবিবাকে নিয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ ব্রাজিল থেকে গরু আমদানির পক্ষে ব্যবসায়ীরা, আপত্তি খামারিদের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি এর অংশ হিসেবে সম্মানিত রোজাদারগণের মধ্যে ইফতার বিতরণ এইচএসসি শুরু হতে পারে ৩০ জুন, ফরম পূরণ ১৬ এপ্রিল থেকে আলুর দাম বাড়ছে, এবার মৌসুম শেষ হওয়ার আগেই কেন বাজার চড়া এবার ঢাকার বাজারেও পেঁয়াজের বড় দরপতন পবিত্র রমজানে কলেজ খোলা কত দিন সার্বিক উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন: প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে নগদ ৬ হাজার টাকা করে তুলে দিচ্ছেন পাইলগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মোঃ মখলুছ মিয়াসহ অতিথিরা পূবালী ব্যাংক যোগীডহর শাখা মৌলভীবাজার সি. আর. এম. বুথ এর শুভ উদ্বোধন।

কোহলি-বাবরদের হুমকি দিয়ে রাখলেন স্কটিশ স্পিনার

  • Update Time : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৬৪৭ Time View

দৈনিক মৌলভীবাজার সোনালী কণ্ঠ নিউজ ডট কম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১–এর প্রথম পর্ব খুব ভালোভাবে পার করেছে স্কটল্যান্ড। আইসিসির সহযোগী এই দেশ বাংলাদেশের গ্রুপ থেকে সবগুলো ম্যাচই জিতেছে।

প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে হারিয়ে আলোচনার জন্ম দিয়েছে দলটি। গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো আইসিসির যেকোনো বৈশ্বিক আসরের দ্বিতীয় পর্বে উঠল স্কটল্যান্ড। ফলে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে সুপার টুয়েলভে পা রেখেছে স্কটল্যান্ড।

এমন পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে স্কটল্যান্ডের। ওমানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারানোর পর সুপার টুয়েলভে কোনো দলকেই ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের বাঁহাতি স্পিনার মার্ক ওয়াট। কোহলি-বাবরদের মতো ব্যাটসম্যানদেরও ভয় পাচ্ছেন না এই স্পিনার।

প্রথম পর্বে কাল প্রথমে ব্যাট করা ওমানকে ১২২ রানে আটকে দেয় স্কটল্যান্ড। তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৩ ওভার হাতে রেখেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

নিজের দলের সম্ভাবনার কথা বলার সময় আত্মবিশ্বাস ঝরে পড়ল মার্ক ওয়াটের কণ্ঠ থেকে, ‘আমার ধারণা, আমরা কয়েকটি অঘটনের জন্ম দিতে যাচ্ছি এবং এ রকম না হওয়ার কোনো কারণও আমি দেখি না। আমরা আগেও এই ধরনের কাজ করেছি। আমরা বিশ্বের সেরা ওয়ানডে দলকে (ইংল্যান্ড, ২০১৮, এডিনবার্গ) হারিয়েছি। কয়েক দিন আগেই আমরা বাংলাদেশকে হারিয়েছি। আমি মনে করি, দল হিসেবে আমরা অনেক দিন ধরেই ছন্দে আছি।’

সুপার টুয়েলভের বড় দলগুলোকে একরকম সতর্ক বার্তাই দিলেন, ‘হ্যাঁ, আমি জানি যে বড় দলগুলো আমাদের হালকাভাবে নিচ্ছে না এবং তাদের উচিত আমাদের নিয়ে চিন্তায় থাকা। আমরা অনেক দিন ধরে ধারাবাহিকতার সঙ্গে খেলছি এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য সবাই মুখিয়ে আছি।’

তাঁর দল বিরাট কোহলির ভারত বা বাবর আজমের পাকিস্তানের মতো দলের দিকে একধরনের চ্যালেঞ্জই ছুড়ে দিলেন ওয়াট, ‘বড় তারকাদের (বিরাট কোহলি, বাবর আজম বা কেন উইলিয়ামসন) মতো বিপক্ষে খেলার জন্যই তো আমরা খেলাটা খেলি, তা–ই না? আপনি সেরাদের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলে নিজেকে চ্যালেঞ্জ জানাতে চাইবেন এবং নিঃসন্দেহে তাঁরা বিশ্বের সেরা খেলোয়াড়। বড় দলগুলোর বিপক্ষে খেলতে নামার জন্য আমাদের দলের সবাই চনমনে হয়ে আছে। বিশ্বমঞ্চে সেরা দলগুলোর বিপক্ষে চ্যালেঞ্জ জানানোর জন্য সবাই বিশ্বকাপ খেলতে চায়।’

সুপার টুয়েলভে তাদের দলে খুব বেশি কৌশলগত কোনো পরিবর্তন আসবে না, এ রকমটাই বলেন তিনি। বড় দলের বিপক্ষে খেলার সময় গ্রুপ পর্বে দলের কৌশল যেমন ছিল, সুপার টুয়েলভে তাঁর দল এর চেয়ে ভিন্নভাবে কিছু করবে না বলেই জানান এই স্পিনার, ‘আমার মনে হয় না আমাদের আলাদাভাবে কোনো কিছু করতে হবে। আমরা গ্রুপ পর্বের তিন ম্যাচই জিতেছি। আমরা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ দল বাংলাদেশকেও হারিয়েছি। ফলে আমাদের চিন্তাভাবনায় তেমন পরিবর্তন আনার দরকার আছে বলে মনে হয় না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 SonaliKantha
Theme Customized By BreakingNews