1. tarekahmed884@gmail.com : adminsonali :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
Title :
১৫ বছর বয়সী পেসার হাবিবাকে নিয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ ব্রাজিল থেকে গরু আমদানির পক্ষে ব্যবসায়ীরা, আপত্তি খামারিদের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি এর অংশ হিসেবে সম্মানিত রোজাদারগণের মধ্যে ইফতার বিতরণ এইচএসসি শুরু হতে পারে ৩০ জুন, ফরম পূরণ ১৬ এপ্রিল থেকে আলুর দাম বাড়ছে, এবার মৌসুম শেষ হওয়ার আগেই কেন বাজার চড়া এবার ঢাকার বাজারেও পেঁয়াজের বড় দরপতন পবিত্র রমজানে কলেজ খোলা কত দিন সার্বিক উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন: প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে নগদ ৬ হাজার টাকা করে তুলে দিচ্ছেন পাইলগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মোঃ মখলুছ মিয়াসহ অতিথিরা পূবালী ব্যাংক যোগীডহর শাখা মৌলভীবাজার সি. আর. এম. বুথ এর শুভ উদ্বোধন।

হাজী ডঃ শফিক উদ্দিন আহমদ

  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৫৮২ Time View

দৈনিক মৌলভীবাজার সোনালী কণ্ঠ নিউজ ডট কম

হাজী ডঃ শফিক উদ্দিন আহমদ মৌলভীবাজার জেলার কৃতি সন্তান একজন অত্যান্ত ভালো মানুষ সমাজ সেবক তিনি সিভিল সার্জন হিসাবে মৌলভীবাজারসহ বিভিন্ন জেলায় অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন কর্মরত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে দীর্ঘদিন যাবত উপপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন মৌলভীবাজার সদর হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট তত্ত্বাবধায়ক দায়িত্বে ছিলেন অনেকদিন ডক্টর শফিক উদ্দিন আহমদকিছুদিন আগে হঠাৎ করে হূদরোগে আক্রান্ত হয়ে ভারত চলে যান ডক্টর শফিক উদ্দিন আহমদ সাহেবের হার্টের বাল্ব অকেজো হয়ে গিয়েছিলো সেখানে গিয়ে ধরা পড়ে এবং হার্টের ব্লক একটাও ধরা পড়েছিল ডক্টর শফিকুর দিন আহমদ ভারতের মুম্বাই মেসিনা অ্যাডভান্স কার্ডিআ্ক হসপিটে ল মুম্বাই ডক্টর জেট এ হাম দুলাই বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক সাহেবের চিকিৎসাধীন অবস্থায় এবং তত্ত্বাবধানে চিকিৎসা নিতে শুরু করেন সেখানে গিয়ে অপারেশন এর কার্যক্রম চালিয়ে যায় 1 থেকে 6 দিনটা আইসিতে ছিলেন ডক্টর শফিক উদ্দিন আহমদ সাহেবকে অস্ত্রোপচার না করে আধুনিক পদ্ধতির মাধ্যমে উনার হার্টের বাল্ব প্রতিস্থাপন করা হয় এই পদ্ধতির চিকিৎসা আমাদের বাংলাদেশে কোন সুযোগ নেই আপনারা আরো জেনে খুশি হবেন যে এই চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন হয় এটা খুব ব্যয়বহুল চিকিৎসা এরপর মুম্বাইয়ের একটি বালো বাসা ভাড়া নেন এবং সেখানে তিনি অবস্থান করেন পরীক্ষা পুনরায় আবার করান ডক্টর শফিক সাহেব ভারতের মুম্বাই যে হসপিটালে ছিলেন সব ধরনের বিপদ কাটিয়ে হার্টের বাল্ব প্রতিস্থাপন করে বাংলার জমিনে পুনরায় এসেছেন তিনি জানতে পেরেছেন চিকিৎসাধীন অবস্থায় থাকা কালে অনেক শুভাকাঙ্ক্ষী আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ঊনাৱ জন্য দোয়া করেছেন তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামীন উনাকে হায়াত দান করিয়া নিজ দেশে ফেরার সুযোগ করে দিয়েছেন সেজন্য সকলের দোয়া ও আশীর্বাদ তিনি আরো বলতে চাচ্ছেন যে এই ধরনের বিপদ থেকে একমাত্র সকলের দোয়ায় আল্লাহ পাক উনাকে হায়াত দান করে নিজ দেশে পাঠিয়েছেন তিনি ভারতের মুম্বাই মুমিনা এন্ড গঞ্জ কাডিনা সেন্টার মুম্বাই চিকিৎসাধীন যখন ছিলেন তখন তিনি সাথে তিনি মেয়ের স্বামী ও আর সাতজন আত্মীয়-স্বজনসহ বিমানযোগে সেখানে গিয়েছিলেন এবং ভারতের মুম্বাই শহরে এক আত্বীয তিনিকে যাহা সহযোগিতা এবং পাশে দাঁড়িয়েছেন তাহা ভাষায় প্রকাশ করার মতো নয় তিনি খুব আনন্দিত এবং গর্বিত উনার উপর যাইহোক ডক্টর সফিকউদ্দীন আহমদ নেক হায়াত আমরা সকলের কামনা করি উনি একজন দানশীল এবং সমাজ সেবক করোনাভাইরাস এর সময় উনি অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন এবং প্রতিদিন উনি উনার চেম্বারে রোগীকে বিনা টাকায় চিকিৎসা দেন আরো অনেক দান-খয়রাত করেন গোপনে এরকম একজন সামাজিক ব্যক্তি সমাজের জন্য বেঁচে থাকা আমাদের চাই আল্লাহ পাক উনাকে নেক হায়াত দান করুক আমিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 SonaliKantha
Theme Customized By BreakingNews