চীনে শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদে অংশ নেওয়া তরুণদের গ্রেপ্তার নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান এ তরুণদের মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় গোল্ডস্মিথ নিশ্চিত করেছে, গ্রেপ্তার তরুণদের একজন লি সিকি তাঁদের শিক্ষার্থী ছিলেন। চীনের পুলিশ গ্রেপ্তার করার পর পুলিশের হেফাজতে লি সিকি কেমন আছেন সে বিষয়ে ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইউনিভার্সিটি অব শিকাগো এবং ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস নিশ্চিত করেছে বিক্ষোভে অংশ নেওয়ায় চীনে গ্রেপ্তার তরুণদের মধ্যে তাদেরও সাবেক শিক্ষার্থীরা রয়েছেন। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস যথাযথ আইনিপ্রক্রিয়া ও সর্বজনীন মানবাধিকারকে গুরুত্ব দিয়ে বিষয়টি সুরাহার আহ্বান জানিয়েছে।
সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে লি সিকিসহ চারজন সাংবাদিক। এই চার সাংবাদিককে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে সংগঠনটি বলেছে, ‘তাঁদের গ্রেপ্তার করার বিষয়টি আমাদের এই উদ্বেগপূর্ণ বার্তাই দিচ্ছে যে সরকারি ভাষ্যের বিরুদ্ধে যাওয়া সত্ত্বেও যাঁরা বিশ্বাস করে যে প্রকৃত তথ্য সবাইকে জানানো উচিত, তাঁদের কীভাবে দমন করে থাকে সরকারি কর্তৃপক্ষ।’
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, এ ঘটনা এটাই প্রমাণ করছে যে বাক্স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে সোচ্চার হওয়ার কারণে এর কী চরম মূল্য দিতে হচ্ছে চীনা তরুণদের। আটক ব্যক্তিদের সমর্থন দেওয়ায় তাঁদের বন্ধু ও আইনজীবীদের হুমকি দিচ্ছে চীনা কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

Leave a Reply