জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযান দেখে মুহূর্তে ব্রয়লার মুরগির দাম কমে হয়ে যায় ২০০ টাকা কেজি। অভিযান শুরুর আগে দাম ছিল ২১০–২২০ টাকা। মুহূর্তেই সেই দাম কমে যায় অভিযানের খবরে।
এটি ঘটেছে আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের মুরগির আড়তে। এ বাজারে আজ দুপুরে অভিযানে যান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল। এ সময় মুরগির আড়তের পাশাপাশি নিত্যপণ্যের দোকান ঘুরে দেখেন অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা। এ সময় তাঁরা মুরগির একটি আড়তের মূল্যতালিকায় প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৯০ টাকা টাঙানো দেখতে পান। মূলত অভিযান শুরুর পরই এ তালিকা সংশোধন করা হয়।
জানতে চাইলে আবদুল জব্বার মণ্ডল প্রথম আলোকে বলেন, অভিযানকালে মুরগি বিক্রেতাদের নথিপত্রে দেখা গেছে, অনেক ব্যবসায়ী পাইকারিতে ১৭০ টাকায় মুরগি কিনেছেন। তাতে দাম ২০০ টাকার বেশি হওয়া উচিত নয়। বেশির ভাগ বিক্রেতা ২০০ টাকা কেজিতে মুরগি বিক্রি করেছেন আজ। একজন বিক্রেতা ২১০ টাকা কেজিতে মুরগি বিক্রি করায় তাঁকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাজারে মুরগির দাম কমছে উল্লেখ করে আবদুল জব্বার মণ্ডল আরও বলেন, ‘অভিযানের সময় আমরা এটাও দেখেছি যে দু-একজন বিক্রেতা ১৯০ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রির জন্য মূল্যতালিকা টাঙিয়ে রেখেছেন। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জেনেছি, পাইকারিতে মুরগির দাম বেশ কমেছে।’
বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন
বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন
বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন
বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন
বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন
বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন
Leave a Reply