1. tarekahmed884@gmail.com : adminsonali :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

ঢাবির গ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ২১.৭৫%

  • Update Time : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪৮৮ Time View

দৈনিক মৌলভীবাজার সোনালী কণ্ঠ নিউজ ডট কম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে গ ইউনিটের এবারের ভর্তি পরীক্ষায় ২৩ হাজার ৩৪৭ শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৭৯ জন। সে হিসাবে পাসের হার ২১ দশমিক ৭৫ শতাংশ। গত শিক্ষাবর্ষে গ ইউনিটে পাসের হার ছিল ১৫ দশমিক ৪৯ শতাংশ।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান৷ গ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী মুহাম্মদ আবদুল মঈন, বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

গ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admissions.eis.du.ac.bd) গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল জানতে পারছেন। এ ছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে ‘DU GA Roll No’ ফরম্যাটে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাচ্ছে৷

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে এবার প্রথম হয়েছেন ঢাকার নটরডেম কলেজের ছাত্র আরাফাত সামির। তাঁর মোট নম্বর ১০৬ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮৬)। দ্বিতীয় হয়েছেন ঢাকা সিটি কলেজের ছাত্র মো. মোস্তাফিজুর রহমান। তাঁর মোট নম্বর ১০২ দশমিক ৭৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮২ দশমিক ৭৫ শতাংশ)। তৃতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রী কাজী হাসনা হেনা। তাঁর মোট নম্বর ১০১ দশমিক ২৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮১ দশমিক ২৫ শতাংশ)।

গ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ১ হাজার ২৫০ শিক্ষার্থীকে ২৮ নভেম্বর বেলা ৩টা থেকে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। তা যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন কার্যালয়ে জমা দিতে হবে। কারও ফলাফল নিয়ে সন্দেহ থাকলে তা নিরীক্ষার জন্য ১ হাজার টাকা ফি দেওয়া সাপেক্ষে ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন কার্যালয়ে আবেদন করা যাবে।

গ ইউনিটের ফল প্রকাশের সময় উপাচার্য মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, আগামীকাল বুধবার দুপুরে আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

গ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছিল গত ২২ অক্টোবর। এবার এই ইউনিটে মোট আবেদন পড়েছিল ২৭ হাজার ৩৭৪টি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

Open photo   Open photo

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

Open photo   Open photo

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

Open photo   Open photo

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 SonaliKantha
Theme Customized By BreakingNews