1. tarekahmed884@gmail.com : adminsonali :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় ৯০ জনের করোনা শনাক্ত

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৫২৪ Time View

দৈনিক মৌলভীবাজার সোনালী কণ্ঠ নিউজ ডট কম

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়াল। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর সিভিল সার্জন নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত বছরের ৭ এপ্রিল নরসিংদীতে প্রথম একজন করোনা রোগী শনাক্ত হন। প্রথম শনাক্তের ৪৬২ দিনের মাথায় সংক্রমিত মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়াল। সংক্রমিত মানুষের সংখ্যা ১ হাজার ছাড়াতে সময় লেগেছিল ৬৬ দিন। পরবর্তী এক হাজার জন সংক্রমিত হতে সময় লাগে ৭৬ দিন। আক্রান্তের সংখ্যা তিন হাজার পূর্ণ হতে সময় লাগে আরও ২০৭ দিন। আর চার হাজার ব্যক্তি আক্রান্ত হতে সময় লাগে ৩৯ দিন। সর্বশেষ ১ হাজার ১৫ জন ব্যক্তি সংক্রমিত হতে লাগল ৭৪ দিন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৩১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে আরটি–পিসিআর ল্যাবে ২৫৪ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জন ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় news৬২ জনের নমুনার মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৪৩ জন, রায়পুরায় ৬ জন, বেলাবতে ৪ জন, মনোহরদীতে ৩ জন, শিবপুরে ১৩ জন ও পলাশ উপজেলায় ২১ জন। নমুনা সংখ্যা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, গতকাল পর্যন্ত এ জেলার ৬টি উপজেলা থেকে ৩১ হাজার ৫৮৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে মোট ৫ হাজার ১৫ জনের করোনা শনাক্ত হয়। করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদরে ৩ হাজার ২৫ জন, শিবপুরে ৪৩৬ জন, পলাশে ৭৯১ জন, রায়পুরায় ২৬৮ জন, বেলাবতে ২৩১ জন ও মনোহরদীতে ২৬৪ জন। বর্তমানে  ৪৩ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৪৫২ জন।

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, নরসিংদীতে করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়ে বিশেষ নজর দিতে হবে। এ ছাড়া পরিবারের কারও শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাঁকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে নমুনা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন  বিজ্ঞাপন

Open photo

Open photo
Open photo
No description available.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 SonaliKantha
Theme Customized By BreakingNews