1. tarekahmed884@gmail.com : adminsonali :
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন

বাবর-উইলিয়ামসনের কাছ থেকে কোহলিদের শিখতে বললেন নাসের

  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৫০ Time View

দৈনিক মৌলভীবাজার সোনালী কণ্ঠ নিউজ ডট কম

আরেকটি আইসিসি টুর্নামেন্ট ফাইনাল, আরেকবার শিরোপা জিততে ব্যর্থ ভারত। স্বাভাবিকভাবেই শুরু হয়ে গেছে সমালোচনা। বেশি সমালোচনা করছেন ভারতের সাবেক ক্রিকেটাররাই। আর সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন বলছেন, ভারতীয় ব্যাটসম্যানরা শিখতে পারেন বাবর আজম ও কেইন উইলিয়ামসনের কাছ থেকে।

ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। তবে দুই ইনিংসে বিক্ষিপ্ত লড়াই ছাড়া অস্ট্রেলিয়ার সঙ্গে টেক্কা দিতে পারেনি ভারত। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটসম্যানদের শট নির্বাচন নিয়ে আছে সমালোচনা। রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি আউট হয়েছেন শট খেলার চেষ্টায়।

চতুর্থ দিন কোহলি ও অজিঙ্কা রাহানের জুটি ভারতকে আশা জোগালেও গতকাল শেষ দিনের প্রথম সেশনেই শেষ ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় ভারত। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে এ ম্যাচে ধারাভাষ্য দেওয়া নাসের বলেছেন, ‘সত্যি ভারতীয় ব্যাটারদের নিয়ে হতাশ। হয়তো তাদের সমর্থকেরা এটা শোনার পর তেড়ে আসবে। তবে আমার মনে হয়, বল যখন সুইং করে, তখন কীভাবে খেলতে হয়, সেটির জন্য বাবর ও কেইনকে দেখতে পারে ভারতীয় ব্যাটাররা। এ দুজনই সম্প্রতি ভালো করেছে।’

দলের হারের পর ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় মূল দায়টা দেখেছেন বোলারদেরই। প্রথম ইনিংসে এটি ৪৬৯ রান করার মতো উইকেট ছিল না বলেও মনে করেন তিনি। তবে ব্যাটিং নিয়ে তাঁর পর্যালোচনা, ‘গতকাল (পরশু) আমার মনে হয়েছে এই উইকেটে আমরা এমন তিন-চারটি শট খেলেছি, যেগুলো নিয়ে আরেকটু সতর্ক থাকতে পারতাম। (পরিস্থিতি) কঠিন ছিল, তবে আশাও ছিল। যতই পিছিয়ে পড়ুন না কেন, সব সময়ই লড়াই করতে হবে। গত দুই বছরে এমন পরিস্থিতিতে পড়েছি, যখন পিছিয়ে পড়েও আমরা ঘুরে দাঁড়িয়েছি।’

ওভালে শেষ দিনে সে লড়াইটা করতে পারেনি ভারত। যাঁরা এর আগে ইংল্যান্ডে ভালো খেলেছেন, তাঁরাও যোগ দিয়েছেন ব্যর্থতার মিছিলে। দ্রাবিড়ের হতাশা সেখানেই, ‘আমাদের অসাধারণ একটি পারফরম্যান্স দরকার ছিল, বড় একটি জুটি। তা করার মতো খেলোয়াড় আছে আমাদের। তবে অস্ট্রেলিয়া এগিয়ে ছিল, তারা ভালো বল করেছে, উইকেট নিয়েছে। এমনটি হতেই পারে।’

এমন হারের পেছনে অবশ্য ব্যাটিং ব্যর্থতার দায়ই দেখেন অধিনায়ক রোহিত শর্মা, ‘এমন কন্ডিশনে আগেও খেলেছে, এমন পাঁচ ছয়জন ব্যাটসম্যান থাকার পরও যখন কেউই বড় স্কোর পাবে না…হয়তো এ কারণেই হেরেছি। তবে দেখুন, এ নিয়ে খুব বেশি সমালোচনা করতে চাই না। আমি এমন বলছি, কারণ সর্বশেষ যখন এখানে এসেছিলাম, বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারই ভালো খেলেছিল।’

রোহিত এরপর বলেছেন মানসিকভাবে পিছিয়ে থাকার কথাও, ‘এমন হতেই পারে। গত দুই বছর আমাদের ভালো কেটেছে। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড যেখানেই খেলি না কেন। তবে এটি একটিই ম্যাচ, আর মানসিকভাবে আপনি চাঙা না থাকলে ম্যাচ হারতেই পারেন। আমার মনে হয় এটিই ঘটেছে।’

এ নিয়ে টানা দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারল ভারত। ২০১৩ সালের পর থেকেই আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্ট জেতার অপেক্ষাটাও আরেকটু দীর্ঘ হয়েছে তাদের। সর্বশেষ ১০ বছর আগে ইংল্যান্ডের মাটিতেই চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল দলটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

Open photo   Open photo

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

Open photo   Open photo

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

Open photo   Open photo

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

Open photo    Open photo

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

Open photo    Open photo

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

Open photo    Open photo

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

Open photo

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

Open photo    Open photo

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

Open photo

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

Open photo

বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন

Open photo   Open photo

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 SonaliKantha
Theme Customized By BreakingNews