1. tarekahmed884@gmail.com : adminsonali :
শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালে ভর্তির তথ্য

  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১২০ Time View

দৈনিক মৌলভীবাজার সোনালী কণ্ঠ নিউজ ডট কম

ঢাকা মহানগরীসহ সারাদেশের সব (জাতীয়করণসহ) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তির ব্যাপারে নির্দেশনা

  • শিক্ষার্থী ভর্তির জন্য বিদ্যালয় হতে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না।
  • ভর্তির আবেদন শুধু অনলাইনে gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে।
  • অনলাইনে আবেদন করা যাবে ২৪ অক্টোবর ২০২৩ বেলা ১১টা থেকে ১৪ নভেম্বর ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত।
  • ২০২৪ সালের ভর্তির আবেদন ফি ১১০ টাকা। যা শুধু টেলিটক প্রিপেইড মুঠোফোন থেকে SMS–এর মাধ্যমে প্রদান করা যাবে।
  • সারাদেশের আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। এ ক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।

শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে। ভর্তির আরও তথ্য বিস্তারিতভাবে জানতে  ওয়েবসাইট: dshe.gov.bd এর Secondary Circular/Order ও  teletalk.com.bd

জেনে রাখুন

  • ২০২৪ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল দৈবচয়ন কার্যক্রমে সারাদেশের সব (জাতীয়করণসহ)  সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে অংশগ্রহণ করতে হবে।
  • শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে দৈবচয়নের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ব্যতীত অন্য কোনো পরীক্ষা গ্রহণ করা যাবে না।
  • জাতীয় শিক্ষানীতি–২০১০ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী ২০২৪ শিক্ষাবর্ষে ১ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬‍+ বছর নির্ধারণ করা হয়েছে।
  • এছাড়া, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা/কর্মচারীগণের ভর্তির উপযুক্ত সন্তান সংখ্যার সমসংখ্যক আসন এঁ প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে। এক্ষেত্রে তদের অন-লাইনে আবেদন করার প্রয়োজন নেই। উল্লেখ্য, শিক্ষক/শিক্ষিকা/কর্মচারী সরকারি মাধ্যমিক বালক বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তাঁর ভর্তি উপযুক্ত সন্তান বালিকা হলে নিকটতম সরকারি বালিকা বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে। একইভাবে শিক্ষক/শিক্ষিকা/কর্মচারী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তাঁর ভর্তি উপযুক্ত সন্তান বালক হলে নিকটতম সরকারি বালক বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 SonaliKantha
Theme Customized By BreakingNews