1. tarekahmed884@gmail.com : adminsonali :
বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
Title :
এসএসসির ফল কীভাবে দেখবে শিক্ষার্থীরা, নিয়ম জানাল শিক্ষা বোর্ড ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশে কমছে পেঁয়াজের দাম কয়েকটি শর্তে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান ১০ দিনে ২০০ কোটি টাকার মুরগি মরেছে ১৫ বছর বয়সী পেসার হাবিবাকে নিয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ ব্রাজিল থেকে গরু আমদানির পক্ষে ব্যবসায়ীরা, আপত্তি খামারিদের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি এর অংশ হিসেবে সম্মানিত রোজাদারগণের মধ্যে ইফতার বিতরণ এইচএসসি শুরু হতে পারে ৩০ জুন, ফরম পূরণ ১৬ এপ্রিল থেকে আলুর দাম বাড়ছে, এবার মৌসুম শেষ হওয়ার আগেই কেন বাজার চড়া এবার ঢাকার বাজারেও পেঁয়াজের বড় দরপতন

জার্মানিতে বন্যায় ১০৩ জনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৫৯৫ Time View

দৈনিক মৌলভীবাজার সোনালী কণ্ঠ নিউজ ডট কম

স্মরণকালের অন্যতম বন্যায় জার্মানিতে মৃত্যুর সংখ্যা ১০০ ছড়িয়ে গেছে। পাহাড়ের ঢালে অবস্থিত দুর্গম লোকালয়ে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে। এই দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলা করতে জার্মানির উত্তর–পশ্চিমাঞ্চলীয় রাজ্যে নর্থ রাইন ভেস্টফালৎস ও রাইনল্যান্ড ফ্যালৎস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উপদ্রুত অঞ্চলে এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র সফররত জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে বন্যাজনিত মারাত্মক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘হঠাৎ এ বিপর্যয়ের কারণে আমি হতবাক হয়েছি।’ বন্যাপীড়িত অঞ্চলে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। উপদ্রুত এলাকার নাগরিকদের যথাসম্ভব আর্থিক সাহায্যের বিষয়ে তিনি জার্মানির অর্থমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন। জার্মানিতে এই প্রাকৃতিক দুর্যোগের প্রাক্কালেই ম্যার্কেলকে দীর্ঘ সময় ধরে জলবায়ু বিষয়ে বিশেষ অবদানের জন্য জনস হপকিনস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট উপাধি দেওয়া হচ্ছে।

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার দুর্গত অঞ্চলের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সব ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গতকাল শুক্রবার বার্লিনে জার্মানির প্রেসিডেন্ট বলেন, পুরো জার্মানি বন্যাদুর্গতদের পাশে রয়েছে। তিনি বলেন, ‘প্রকৃতির এই তাণ্ডব আমাকে স্তম্ভিত করেছে।’
জার্মানির পশ্চিমাঞ্চলে দুটি রাজ্যের উপদ্রুত এলাকাগুলোতে জার্মান সেনাবাহিনী তাদের বড় সাঁজোয়া যান ও হেলিকপ্টার নিয়ে উদ্ধারকাজ পরিচালনা করছে। ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা শুক্রবার রাতেও সার্চলাইট জ্বালিয়ে দুর্গম এলাকাগুলোতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। জার্মান সেনাবাহিনীর কয়েক শ সৈন্য ও জার্মান টেকনিক্যাল সাহায্য সংস্থার কর্মীরাও ভারী উদ্ধারসামগ্রী নিয়ে দিন–রাত কাজ করছেন। এদিকে আবহাওয়াবিদেরা ওই এলাকায় আরও বৃষ্টিপাতের আভাস দিয়েছেন। স্থানীয় প্রশাসন এ মুহূর্তে কূল উপচে পড়া নদীর এলাকাগুলোতে নৌ, সড়ক ও রেল চলাচল বন্ধ করে দিয়েছে।

গত বুধবার সারা দিন ও বৃহস্পতিবার রাতজুড়ে ব্যাপক বৃষ্টির কারণে পর্যটনস্থলখ্যাত রাইন ও মোজেল নদীর অববাহিকায় অবস্থিত পাহাড়ি নদীর পাশের শহরগুলো বেশি ক্ষতির মুখে পড়েছে। মুষলধারে একটানা বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলোর পানি কূল উপচে তীব্র বেগে রাস্তা ও বাড়িঘরে প্রবেশ করে বড় রকমের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।

ইউরোপজুড়ে বিপর্যয়

বার্তা সংস্থা এএফপি জানায়, ইউরোপে ভয়াবহ বন্যায় অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অধিকাংশই পশ্চিম জার্মানির। জার্মানির বিল্ড পত্রিকা এ ভয়াবহ বন্যাকে ‘মৃত্যুর বন্যা’ বলে আখ্যা দিয়েছে। জার্মানির সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ১০৩ জন মারা গেছেন সেখানে। নিখোঁজ এক হাজারের বেশি। সেখানকার ২১ বছর বয়সী ডেকোরেটকর এগ্রন বেরিসকা বলেন, ১৫ মিনিটের মধ্যেই সবকিছু পানির নিচে তলিয়ে যায়।

 

জার্মানির পাশাপাশি বেলজিয়ামেও বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। বেলজিয়ামে বন্যায় মৃত্যুর সংখ্যা ২৩ ছাড়িয়েছে। নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গেও বন্যা পরিস্থিতির নাজুক অবস্থা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এমন ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। বড় নদীগুলোর পানি বেড়ে তীর ছাড়িয়ে লোকালয়ে প্রবেশ করেছে। অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে।
নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডার ও রানি ম্যাক্সিমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর ভ্যাল্কেনবার্গের বাসিন্দা ও জরুরি সেবাদাতাদের প্রতি সব ধরনের সহায়তা দেওয়ার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার সে অঞ্চলটি সরেজমিনে পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন                                                          বিজ্ঞাপন                                                       বিজ্ঞাপন

পবিত্র ঈদুল  আযহা   উপলক্ষে জানাই সকলকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আমাদের প্রতিষ্টান এবং ব্যক্তির পক্ষ থেকে রইল অবিরাম ভালোবাসা ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক  ঈদ মোবারক

Open photoOpen photo

বিজ্ঞাপন                                                          বিজ্ঞাপন                                                       বিজ্ঞাপন

পবিত্র ঈদুল  আযহা   উপলক্ষে জানাই সকলকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আমাদের প্রতিষ্টান এবং ব্যক্তির পক্ষ থেকে রইল অবিরাম ভালোবাসা ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক  ঈদ মোবারক

Open photoOpen photo

বিজ্ঞাপন                                                          বিজ্ঞাপন                                                       বিজ্ঞাপন

পবিত্র ঈদুল  আযহা   উপলক্ষে জানাই সকলকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আমাদের প্রতিষ্টান এবং ব্যক্তির পক্ষ থেকে রইল অবিরাম ভালোবাসা ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক  ঈদ মোবারক

Open photoOpen photo

No description available.

 

বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী মৃত মোঃ নজরুল ইসলাম অনেকদিন আগে পৃথিবী থেকে চলে গেছেন তিনি জন্য সকলে দোয়া করবেন তিনি হচ্ছেন মৌলভীবাজার জেলার 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের মাতাৱকাপন গ্রামের মা মাটির সন্তান ও সাংবাদিক মোঃ মেরাজ আলীর আপন ছোট ভাই প্রবাসী সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল হান্নান পীর সাহেবের দ্বিতীয় সন্তান মোঃ নজরুল ইসলাম সাহেব আমাদের মাঝে অনেক দিন আগে থেকেই পৃথিবী থেকে চলে গেছে আমার ভাই নজরুল ইসলামের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইকে মাগফেরাত করেন এই একটাই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি সকলের নিকট থেকে আমি দৈনিক মৌলভীবাজার সোনালী কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ মেরাজ আলী পাশে আছি পাশে থাকুন সবাইকে ধন্যবাদ

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 SonaliKantha
Theme Customized By BreakingNews